বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বিদ্যুৎ না থাকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা চলছে মোমবাতি আর টর্চের আলোতে। এতে চরম ভোগান্তির কবলে পড়েছেন রোগীরা।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহিন সাংবাদিকদের জানান, বর্তমানে সার্জারি ওয়ার্ডগুলোয় বিদ্যুৎ নেই। ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর থেকে হাসপাতালের রেডিওলজি বিভাগে বিদ্যুৎ নেই। সরকারিভাবে পরীক্ষা করানো যাচ্ছে না। চিকিৎসক-নার্সরাও সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, গত তিন দিন ধরে হাসপাতালের জি ব্লকের পুরুষ সার্জারি ওয়ার্ড ৩ ও ৪, আই ব্লকের চক্ষু (পুরুষ), এ ব্লকের পুরুষ সার্জারি ১ ইউনিটে বিদ্যুৎ বিভ্রাট মারাত্মক অবস্থায় রয়েছে। সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে রেডিওলজি বিভাগেও একই অবস্থা। আরও বেশ কয়েকটি ওয়ার্ডে এ সমস্যা দেখা দিয়েছিল। তবে, কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত বা হালনাগাদ না করায় ভোগান্তি পোহাতে হয় রোগী থেকে শুরু করে চিকিৎসকের। প্রায় সময় বিভিন্ন স্থানে নানা বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। হাসপাতাল ও কলেজ কম্পাউন্ডে কিছু কিছু জায়গা প্রচুর আলোকবাতি নষ্ট।
রোগীর স্বজনরা জানান, ওয়ার্ডের ভেতর আলোকবাতি না থাকায় দিনে যেমন তেমনভাবে চললেও রাতে অবস্থা বেগতিক হয়ে পড়ে। মোবাইলের আলো, মোমবাতি বা টর্চ জ্বালিয়ে কাজ করতে হয়। অন্ধকারে টয়লেটে যাওটাও কঠিন হয়ে পড়ে।
সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত সেবিকারা জানান, বিদ্যুৎ না থাকায় রাতে তারা রোগীদের ইনজেকশন দিতে পারেন না। আনুষঙ্গিক কাজেও তাদের ভোগান্তি পোহাতে হয়। মোমবাতি আর চার্জার লাইট ব্যবহার করে সেবা দিতে হচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply