বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : তরুণ প্রজন্মেকে নামাজের প্রতি উৎসাহিত করতে বরিশাল নগরীর ভাটিখানা জোড় মসজিদ প্রথম গলির বাসিন্দা অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আলহাজ্ব মো: আব্দুল হালিম মিয়া কর্তৃক লামছড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র মো: সায়েম ফরাজীর হাতে বাইসাইকেল প্রদান করেছেন। তার গ্রামের বাড়ি শহরতলীর দক্ষিণ লামছড়ি বাইতুল নুর জামে মসজিদের সামনে শুক্রবার (১ সেপ্টেম্বর) উপহার হিসেবে তাকে এই বাইসাইকেল দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মহানগর যুবলীগ নেতা রফি খান, দক্ষিণ লামছড়ি বাইতুল নুর জামে মসজিদের ইমাম, মসজিদের সভাপতি ও সেক্রেটারী সহ স্থানীয় মুসল্লীরা।
উল্লেখ্য, অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপল অফিসার আলহাজ্ব মো: আব্দুল হালিম মিয়া পবিত্র হজ্ব পালনের আগে ঘোষণা দেন যে- ৫ম থেকে এইচএসসি পর্যন্ত যে ছাত্র একটানা ৪০ দিন মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়বে তাকে একটি বাইসাইকেল উপহার হিসেবে দেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply