বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরগুনা জেলার তালতলী বন্দরে অবস্থিত মদিনাতুল উলুম নুরানী হাফিজি কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার সরকারী বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন মাওলানা জালাল উদ্দিন। এতিমখানার টাকা আত্মসাত করে নিজেই তালতলীর অন্যস্থানে এতিমখানা গড়ে তুলেছেন। পাশাপাশি তিনি উপজেলা পরিষদের মসজিদে ইমামতি করছেন। এরকম অভিযোগ করেন মদিনাতুল উলুম নুরানী হাফিজি কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন, মাদ্রাসা ও এতিমখানাটি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মাওলানা জালাল উদ্দিন পরিচালনা করেছিলেন। ওই সময়ে তিনি এতিমখানার সরকারী বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাত করেন। এছাড়া রাজধানী সহ বিভিন্নস্থান থেকে ৩ লক্ষাধিক টাকা মাদ্রসার নামে অর্থ সংগ্রহ করে সেই টাকাও জালাল মাওলানা আত্মসাত করেন। এতিমদের অর্থ আত্মসাতকারী মাওলানা জালালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি কামনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
এসব প্রসঙ্গে মাওলানা জালাল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। সেলফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বরগুনা আছি, পরে কথা বলব। পরবর্তীতে ১ দিন পর তার ব্যক্তিগত নাম্বারে অসংখ্যবার ডায়াল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply