বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি দিয়ে বিয়ে করেছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান। তার স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। এ যুগলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাহসানের ফেসবুক পেজের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘বিয়ে করে জিতেছেন তাহসান খান।’ যদিও এটা মানতে নারাজ ভারতে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। আলোচিত এই লেখকের দাবি, তাহসান নয়, বরং মিথিলা-রোজা জিতেছেন।
প্রসঙ্গত : বরিশালের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বিয়ে করেছেন। দেশের বদ্ধমূল ধ্যানধারণার বিরুদ্ধে লড়াই করে যিনি নিজের যোগ্যতায় যোগ্যতায় স্বনির্ভরতা এবং স্বাধীনতা অর্জন করেছেন।
বরিশাল নগরীর বাজার রোডের বাসিন্দা নিহত ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক দম্পতির গর্বিত সন্তান রোজা আহমেদ পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে দীর্ঘ পথ-পরিক্রমার মধ্য দিয়ে কাঠখোর পেরিয়ে স্বমহিমায় স্বনির্ভর হতে সক্ষম হতে পেরেছেন।
গত শুক্রবার (৩ জানুয়ারি) ছিল তাদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয় প্রথমে। তবে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। রোববার (৫ জানুয়ারি) রোজা তার ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের আরও কিছু ছবি পোস্ট করেছেন। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে।
রোজা আহমেদ ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন তিনি। এবং পরবর্তীতে তিনি নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।
সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তাহসানের সঙ্গে রোজার বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়। বিয়েতে রোজার দাদী, চাচারাসহ অন্যান্য আত্মীয় স্বজন ছিলেন।
সামাজিকমাধ্যমে এক পোস্টে তসলিমা লিখেছেন, “ফেসবুক ছেয়ে গেছে ‘তাহসান জিতেছে তাহসান জিতেছে’ রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কী হলো! হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, একত্রবাস করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতল কেন তাহলে তাহসান?” তসলিমার বক্তব্য, তাহসান জিতেছেন বলে পোস্ট বা কমেন্ট নারীবিদ্বেষী সমাজই প্রতিফলিত হচ্ছে।
এর ব্যাখায় তিনি লিখেছেন, ‘তাহসান জিতেছেন, এই নিয়ে সবাই উল্লাস করছে। নারীবিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে। সর্বক্ষণ জেতে। তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি মনে করি মিথিলা বা রোজা হেরেছেন? না। তারা একটুও হারেননি। তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে নিজের যোগ্যতায় স্বর্নিভরতা এবং স্বাধীনতা অর্জন করেছেন। নারীবিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছেন না কুৎসা বা নিন্দায়। এটা জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ’
তসলিমা আরও লেখেন, ‘ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। স্বামীর আচার-ব্যবহার যদি পছন্দ না হয় রোজ়ার, তার স্বনির্ভরতাই তাকে সাহস জোগাবে স্বামীকে ত্যাগ করার, মাথা উঁচু করে একা বাঁচার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়। নারীর জন্যই এ চ্যালেঞ্জ। ’
বলাবাহুল্য : এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply