বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ডে-কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। হামলাকারী ৩৪ বছর বয়সের পানিয়া খামরাব থাই পুলিশের লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
থাইল্যান্ডের উত্তরপূবাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান শহরের বাসিন্দা পানিয়া বৃহস্পতিবার তার বাড়ির কাছের যে ডে কেয়ার সেন্টারটিতে ছুরি, পিস্তল ও শটগান হাতে ঝাঁপিয়ে পড়েন সেটির নিয়মিত শিক্ষার্থী ছিল তার ছোট্ট ছেলেটিও। পানিয়াই ছেলেকে বেশিরভাগ সময় ওই ডে কেয়ার সেন্টারে দিয়ে আসতেন।
পুলিশের বিশ্বাস, ডে কেয়ার সেন্টারে হামলার আগে পানিয়া অ্যামফিটামিন নামে একটি মাদক গ্রহণ করেছিলেন।
পানিয়ার কাছে মেথামফিটামিন মাদক পাওয়া যাওয়ায় গত জানুয়ারি মাসে তাকে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আদালতে মাদকের মামলা চলছিল এবং ডে কেয়ার সেন্টারে হামলার কয়েক ঘণ্টা আগেই তিনি ওই মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে থাই পুলিশ। শুক্রবার তার বিরুদ্ধে হওয়ার মামলার রায় দেওয়ার কথা ছিল।
পুলিশের বর্ণনায় উঠে এসেছে কীভাবে পানিয়া বৃহস্পতিবার ডে কেয়ার সেন্টারটিতে হামলা চালিয়েছিলেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১টার দিকে পানিয়া ওই ডে কেয়ার সেন্টারটিতে যান। ওই সময়ে সেখানকার শিশুরা দুপুরের ঘুমে ছিল।
পানিয়ার কাছে একটি ছুরি, একটি নাইনএমএম পিস্তল এবং একটি শটগান ছিল। তিনি ডে কেয়ার সেন্টারে যাওয়ার পরপরই এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করেন। কয়েকজন শিক্ষক এবং অভিভাবক তাকে ভবনের ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তাদের লক্ষ্য করে গুলি চালান।
ডে কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়ার সময় পানিয়া পথে বেশ কয়েকজন পথচারীর উপর গাড়ি তুলে দেন এবং তাদের গুলি করেন। তারপর বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানকে গুলি করে আত্মহত্যা করেন।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডে কেয়ার সেন্টারটির ভেতরে এবং বাইরে শিশু ও প্রাপ্ত বয়স্কদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply