বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে ভারতের চিকন ‘নূরজাহান’র লোগো ব্যবহার করে বস্তায় ভরে সরকারি চাল বাজারজাত করা হচ্ছে। এতে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতারা। এছাড়া বিভিন্ন নামিদামী কোম্পানির লোগো ব্যবহার করে দেশে উৎপাদিত চাল প্লাস্টিক বস্তায় ভরে বাজারজাত করারও অভিযোগ উঠেছে। বরিশাল নগরী, বাকেরগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এহেন প্রতারণা চালিয়ে আসছে। একাধিক সূত্রের ভাষ্য, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ‘নূরজাহান’র লোগো ব্যবহার করে বস্তায় ভরে সরকারি চাল দেদারছে বিক্রি করছে চক্রটি।
অনুসন্ধানে জানা গেছে, বরিশাল শহর, বাকেরগঞ্জ পৌরশহর এবং কলসকাঠিতে কয়েকটি চালের দোকানে ‘নূরজাহান’র লোগো ব্যবহার করে বস্তায় ভরে সরকারি চাল দেদারছে বিক্রি করে আসছে চক্রের সদস্যরা।
প্রতারণায় জড়িত চাল ব্যবসায়ীরা এসব বিষয়ে কোন সদুত্তুর দিতে পারে নি। এরমধ্যে বাকেরগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী জাহাঙ্গীর হােসেন ইউনিভার্সেল নিউজকে বলেন, নুরজাহানের ১৫/২০ বস্তা চাল আমি উঠিয়াছি। এরকমতো অনেক স্থানেই চলছে। কলসকাঠির আরেক ব্যবসায়ী অঞ্জন বলেন, নুরজাহানের প্যাকেটে কি চাল এটা আমি জানি না। তিনি বলেন, বরিশাল শহরের ফরিয়াপট্রি আড়ৎ থেকে আমরা নুরজাহানের চাল কিনেছি। চাল ক্রয়ের মেমোও আছে বলে জানান অঞ্জন।
এদিকে, এরকম প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সহ আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply