বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : দেশের দক্ষিণাঞ্চলের বিপুল পরিমাণ মানুষের পেশা মাছ ধরা। এজন্য জেলেরা দলে দলে ছুটে চলে উত্তাল সাগরের বুকে। তবে সাগরে মাছ ধরার ক্ষেত্রে তাদের নানা রকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তাদের। প্রায়ই জেলে নৌকাগুলো জল-দস্যুদের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে ফিরতে হয়। প্রাণও যায় অনেকের।
জল-দস্যুদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে সাগরের বৈরি আবহাওয়া। সাগরে যাওয়া জেলেদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় এটি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ নানা বৈরি আবহাওয়া কারণে প্রাণ যায় অসংখ্য জেলের।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত সাত বছরে শুধু বরিশাল বিভাগেই বৈরি আবহাওয়ার কারণে সমুদ্রগামী ৬০৯টি জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। যেখানে এক হাজার ১০৬ জন জেলে হতাহত, ২৫৯ জন জেলের মৃত্যু এবং ১৭২ জন জেলে নিখোঁজ রয়েছেন। ওই সাত বছরে সবথেকে বেশি ১৫১টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে ২০২২ সালে, এরআগে ২০২০ সালে সর্বোচ্চ ১০৭টি এবং ২০১৭ সালে সর্বনিম্ন ৪৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আর ২০১৬ সালে ৮৫টি নৌকাডুবির ঘটনায় সর্বোচ্চ ৭৭ জন জেলের মৃত্যু হলেও ২০২২ সালে সাত বছরের মধ্যে সর্বোচ্চ ১৫১টি নৌকাডুবির ঘটনায় ১৮ জন জেলের মৃত্যু হয়েছে। তবে ২০১৭ সালে নৌকাডুবির পাশাপাশি সর্বনিম্ন জেলের মৃত্যু হয়েছে। এ বছর ১২ জন জেলের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে ১৮ জন, ২০১৯ সালে ৩৮ জন, ২০২০ সালে ৫৭ জন এবং ২০২১ সালে ৩৯ জন জেলের মৃত্যু হয়েছে।
তালিকায় সর্বোচ্চ ৬২ জন জেলে নিখোঁজ হয়েছে ২০১৮ সালে, আর সর্বনিম্ন জেলে নিখোঁজ হয়েছে ২০১৭ সালে। এরআগে ২০১৬ সালে নিখোঁজ হয় ১০ জন জেলে। তবে ২০১৮ সালের পর ২০১৯ সালে ২২ জন, ২০২০ সালে ১৩ জন, ২০২১ সালে ১১ জন এবং সর্বশেষ ২০২২ সালে ৪৭ জন জেলে নিখোঁজ হন।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, সাগরে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের নিয়মিত টহল ও নজরদারি রয়েছে। ফলে আগের থেকে জল-দস্যুদের উপদ্রব কম। এছাড়া মাছ আহরণকালে আবহাওয়াসহ বিভিন্ন কারণে মৃত ও নিখোঁজ জেলেদের পরিবারের পাশে সরকার সবসময় আছে। মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ের নিষেধাজ্ঞায় খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য সহযোগিতা করা হয়ে থাকে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply