বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বিশেষ প্রতিনিধি : কয়েকটি পত্রিকা সহ বিভিন্ন প্লাটফর্মে দখল সংক্রান্ত বিষয়ে অব্যাহতভাবে মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করে বরিশাল তথা দক্ষিণ বাংলার বিএনপি রাজনীতির রাজপথে গণতন্ত্র ও দেশপ্রেমের আন্দোলন সংগ্রামে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোন দখল তো দূরের কথা সারা বাংলাদেশে আমার নামে ৩ কাঠা জমিও খুঁজে পাবেন না। এমনকি ঢাকা, বরিশালে আমার কোন ফ্ল্যাট গাড়ি, বাড়িও নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এইসব সংবাদ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের লড়াকু যোদ্ধা শিরিন বলেন, যখন দেশের এই অবস্থা, দল যখন অনেক কঠিন সময় পার করছে, তখন এই চক্রটি এই সময়টাকে বেছে নিয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জন্য।

উল্লেখ্য, অতিসম্প্রতি বরিশাল বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) নিজের ফেসবুকে প্রতিবাদ ও দৃষ্টি আকর্ষণ শিরোনামে এক স্ট্যাটাস লিখেছেন। স্ট্যাটাসে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের বিভিন্ন বিষয় ব্যাখা করেছেন।

কোন ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নে আমার বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে এরকম প্রশ্ন রেখে বাকসুর সাবেক এজিএস বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের পরে কিছু পত্রিকায় এবং অনলাইন পোর্টালে বিভিন্ন দখলের সংবাদ প্রকাশ করছেন আমার বিরুদ্ধে। এই দখল শব্দটির সাথে আমি তো ভালো আমার চৌদ্দ পুরুষ ও পরিচিত নয়। যা অত্যন্ত ঘৃণ্য ও ষড়যন্ত্রমূলক। কোন ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা এই কাজ করছেন?
বলাবাহুল্য, ১১ আগস্ট কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বরিশাল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) এর পদ স্থগিত করে বিএনপি।
১৬ বছরে অনেকেই দলের সাথে সম্পর্ক রাখেন নাই, আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য করেছেন
বরিশাল বিভাগ বিএনপির তৃণমূলের নেত্রী বিলকিস জাহান শিরিন বলেন, আমার রাজনীতি এবং পারিবারিক জীবন একদম স্বচ্ছ এবং সাদা। শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে কোন দখলবাজের পক্ষে রাজনীতির নেতৃত্বে আসা সম্ভব নয় বিশেষ করে সাংগঠনিক সম্পাদকের মত পদ। প্রথমে এগুলােকে গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে প্রতিবাদের সময় এসেছে। গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম তার প্রমাণ দিতে পারিবে না কেউ। ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচারের,, শোষণের সামনে থেকে দলের পক্ষে কাজ করেছি। একদিনের জন্য পিছপা হই নাই।

বিএনপির এই নেত্রী বলেন, ১৬ বছরে অনেকেই দলের সাথে সম্পর্ক রাখেন নাই। আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য করে জীবন কাটিয়েছেন। তারাই এখন ব্যস্ত আছেন ,, যারা দলের সাথে ছিলাম তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে ফায়দা লুটার জন্য। ১/১১ থেকে শুরু করে জিয়া পরিবার এবং দলের সাথে ছিলাম। হাসিনার অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রাজপথে ছিলাম। রাজপথ থেকেই পহেলা নভেম্বর গ্রেফতার হয়েছিলাম। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সমন্বয় সাধন করেছি দলের পক্ষে। সাংগঠনিক সম্পাদক হিসেবে সমগ্র বরিশাল বিভাগে সাংগঠনিক কাজে ব্যস্ত থেকেছি। যার প্রমাণ প্রতিটি জেলা, ইউনিয়ন এবং উপজেলা।
বরিশাল বিএনপির রাজনীতিতে রাজপথের অগ্নিকন্যা হিসেবে পরিচিত শিরিন বলেন, কোন দখল তো দূরের কথা সারা বাংলাদেশে আমার নামে ৩ কাঠা জমিও খুঁজে পাবেন না। এমনকি ঢাকা, বরিশালে আমার কোন ফ্ল্যাট গাড়ি, বাড়িও নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এইসব সংবাদ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। যখন দেশের এই অবস্থা, দল যখন অনেক কঠিন সময় পার করছে, তখন এই চক্রটি এই সময়টাকে বেছে নিয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জন্য। জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের কাছে আহ্বান ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। তা না হলে শহীদ জিয়ার আদর্শের আমাদের মত সন্তানেরা হারিয়ে যাবে রাজনীতি থেকে। সবাই ভালো থাকবেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply