সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌতম কুমার/আনোয়ার হোসেন, স্বরূপকাঠি : পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) আসনের প্রার্থী শামীম সাঈদী বলেছেন, “দেলোয়ার হোসেন সাঈদী মরেনাই, তাকে পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনা হত্যা করেছে। আর তাকে হত্যা করার বিচার বাংলার মাটিতেই হবে। নেছারাবাদ সমাজকল্যাণ পরিষদের উদ্যােগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার সাঈদী রূপসা থেকে পাটরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রতিটি জনপদে কুরআনের কথা বলেছেন। কুরআনের আলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। কুরআনের কথা বলেছেন বলেই তার হাতে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোটেও মানবতা বিরোধী ছিলেননা”।
শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মানবতার পক্ষে কাজ করেছেন। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কুরআনের কথা বলে গেছেন। কিছু রাম বাম নাস্তিকদের তার কথা ভাল লাগতনা। তাই তাকে তেরটি বছর জেলে বন্দি করে রেখেছেন। আল্লামা সাঈদীর এখন প্রতিটি কথা সত্যে পরিণত হয়েছে। একসময় এক বক্ত্যব্যে তিনি বলেছিলেন, বাংলার উত্তর গগনে ঘন কালো মেঘ জমেছে। যদি ঐক্যবদ্ধ সক্ষমভাবে মোকাবিলা করতে না পার তাহলে সুবহে সাদিক অসম্ভব। তার কথা সত্যে হয়েছে।
শামীম সাঈদী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমাদের বল মৌলবাদী; আমরা হলাম মুলবাদী। যারা কুরআনের পক্ষে,ইসলামের পক্ষে, দেশের পক্ষের শক্তি তারাই হল মুলবাদী। তোমরা হয়েছ আগাবাদী। তোমরা শেয়ার বাজার ধ্বংস করেছ, ব্যাংক ডাকাতি করেছ, দেশের সম্পদ লুন্ঠন করেছ। বেশি বাড়াবাড়ি করবানা, বেশি বাড়াবাড়ি করলে দেশের বার কোটি মুসলমান গোড়া ধইরা টান দিলে মামু বাড়ী দিল্লী পৌছাব। তিনি বলেছিলেন এমনও দিন আসবে পালাবার পথও পাবানা। ঠিকই তোমার পালাতে হয়েছে। বলেছিলা শেখের বেটি পালায়না। আজ তোমার পালাতে হয়েছে। পালিয়েছ ভাল কথা। ওইখানে চুপ করে শান্তিতে থাকেন। আজ আপনি পালিয়েছেন বলে দেশের মানুষ ভাল আছে। ওইখানে বসে দেশে অশান্তির সৃষ্টি কইরোনা। চট কইরা দেশে আসার স্বপ্ন দেইখোনা। চট করে দেশের ভিতরে ঢোকার চেষ্টা করলে কট কইরা ধরে ট্রাইব্যুনালে ভইরা দিব।
নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশন, আর টিভি ও আশুলিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সত্তার আজাদী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মদিনাতুল উলুম ইনিষ্টিটিউট কামিল মাদ্রাসার প্রভাষক এ, কে, এম মোশাররফ হুসাইন ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
© All rights reserved ©2022-2025 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply