বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৭ হাজারের অধিক।জনস্বাস্থ্যবিদরা বলছেন- বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ আর এই রোগের ভাইরাস ক্রমেই শক্তিশালী হয়ে ওঠার পরেও নজর না দেয়ায় চলতি বছর ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৮৭৭ জন।
শুক্রবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা সিটিতে ৮০৪ জন এবং ঢাকার বাইরে ৭৬১ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৬৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৯৭৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৬৬৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয় জনের জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাত জন ঢাকা সিটিতে এবং দুই জন ঢাকার বাইরে মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৩৪৩ জন এবং ঢাকার বাইরে ১১০ জন।
চলতি বছরের ১৮ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৫ হাজার ৮৭৭ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৪৬ হাজার ৯৩৩ জন ও ঢাকার বাইরে ৪৮ হাজার ৯৪৪ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৭ হাজার ৮৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৪২ হাজার ৯৬৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ৪৪ হাজার ৮৮৪ জন।
বর্তমানে সারাদেশে মোট সাত হাজার ৫৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৬২৩ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৯৫০ জন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার আট শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ২৬ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৬৩ জন রোগী চিকিৎসাধীন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বেগম (৬০) নামে এক বৃদ্ধার বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বরগুনা জেলা সদরের কুমড়াখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৮২ জন ডেঙ্গুরোগীর মধ্যে সব থেকে বেশি ৬১ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ২৭০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১১ জন, পটুয়াখালীতে ১২ জন, ভোলায় ১৯ জন, পিরোজপুরে ৩৪ জন ও বরগুনায় ২২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তবে বিভাগের মধ্যে একমাত্র ঝালকাঠি জেলায় গেল ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগী নতুন করে হাসপাতালে ভর্তি হননি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১০ হাজার ৬২৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৩৮ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ২৪ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জন, বরগুনায় হাসপাতালে ৩ জন, পিরোজপুরে হাসপাতালে ২ জন ও ভোলায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply