শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
হাসান মাহমুদ, ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, এই দেশ নতুন করে গড়তে হবে। সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও একটা বড় দায়িত্ব আছে। শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী সরকারী কলেজ মসজিদে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আমরা দেখেছি সংবাদগুলোকে সঠিক ভাবে মানুষের মধ্যে তুলে ধরতে পারলে দুঃশাসন একটা জবাবদিহিতার মধ্যে থাকে। ভোটারবিহীন পার্লামেন্ট কোন জবাবদিহিতা সরকারের নিতে পারে নাই বলেই সরকার এবং পার্লামেন্ট একদিনে পালিয়ে গেছে। প্রমান হয়েছে অসুস্থ রাজনীতি যারা করে তাদের কি পরিণতি হয়। আমরা সজাগ আছি। আমাদের দলের মধ্যে কারা কারা অসুস্থ রাজনৈতিক নেতা-কর্মী। তাদের তালিকা করছি আমরা। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপির নাম ভাঙ্গিয়ে বা বিএনপি’র ক্ষমতাকে যারা অসুস্থ ভাবে ব্যবহার করবে তাদের বিরুদ্ধে সময়মত ব্যবস্থা নেওয়া হবে।
একইদিন রাতে সাবেক এ সংসদ সদস্য স্থানীয় একটি রেস্তোরায় গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এতে সিনিয়র সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন, জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, জামাল উদ্দিন, আসাদুজ্জামান রিপন, খোন্দকার মনিরুজ্জামান মনির, খোকন আহম্মেদ হীরা সহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply