বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, আমি একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলতে চাই, যা বিগত দিনে হয়নি। বর্তমান বাংলাদেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তা থেকে বরিশালবাসী বঞ্চিত। আমি সততার সাথে কাজ করতে চাই। মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করব। বৃহস্পতিবার (৪ মে) সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, আমি সুষ্ঠভাবে একটি পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই। সকলের সমর্থন পেলে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করব।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুল এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবে অনুষ্ঠান শেষে নগরীর সদর রোড থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়ন করেন বিসিসির মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। এসময় তাঁর সাথে ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম, অ্যাড. লস্কর নুরুল হক, আনিছ উদ্দিন শহীদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply