বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : ঝালকাঠির নলছিটিতে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে হাবিব হাওলাদার (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৯ জুলাই) রাত ৯টার দিকে খুলনা জেলার খালিসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিব হাওলাদার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল এলাকার এসকেন হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই তরুণী (১৯) তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তখন তার মা ওষুধ আনতে শেওতা বাজারে গেলে খালি ঘরে একা পেয়ে হাবিব হাওলাদার তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে তার বড় ভাই নয়ন চন্দ্র সাহা ছুটে আসলে ভিসকটিমকে ধর্ষণ করতে দেখে আসামি হাবিব হাওলাদারের গায়ের পাঞ্জাবি ধরে ফেললে সে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ভিকটিমকে উদ্ধার করে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় তরুণীর ভাই রোববার সকালে বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র্যাব-৮ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে খুলনার খালিসপুর থেকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতকে নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply