বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : পূর্ব শত্রুতার জের ধরে ঝালকাঠির নলছিটি সিদ্ধকাঠি গ্রামে এক যুবককে হত্যার উদ্দেশ্য কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। হামলার শিকার যুবকের নাম ইমরান হাওলাদার (২৩)। তিনি আওড়া বুনিয়া মালোয়ার গ্রামের শাহজাহান হাওলাদার পুত্র। আশঙ্কাজনক অবস্থায় যুবকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত ১৬ অক্টোবর নলছিটি সিদ্ধকাঠি মালোয়ার গ্রামে এই ঘটনা ঘটে।
শেবাচিম হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, শাহজাহান হাওলাদার পুত্র ইমরানের সঙ্গে একই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী জসিম হাওলাদার, হেলাল হাওলাদার ও সুমনের শত্রুতা ছিলো। বিভিন্ন সময় ইমরানকে জসিম হেলাল ও সুমন হুমকি দিয়ে আসছিলো। এরইধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর একই এলাকার মিজানের দোকানের সামনে ইমরানকে একা পেয়ে জসিম, হেলাল,সুমন সহ ৬/৭ জনের দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীর দল পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply