বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবেশেষে বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আবারো আহ্বায়ক হলেন মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া। সোমবার (০৪ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়- চার মহানগর ও ছয় জেলার কমিটি ঘোষণা করেছে বিএনপি। এতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে, বরিশাল নগর বিএনপির যুগ্ন আহ্বায়ক হলেন যারা- আফরোজা খানম নাসরিন, জসিম উদ্দিন খান, মো: আল আমিন, আবু মুসা কাজল, আব্দুল হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, মাহফুজুর রহমান মাফুজ, এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।
সদস্য হলেন যারা, ওয়ায়ের ইবনে গোলাম কাদির (স্বপন), বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আল মাসুম, মঞ্জুরুল আহসান জিসান, সাইফুল আনাম বিপু, বদিউজ্জামান টলন, রফিকুল ইসলাম মঈন, কামরুল হাসান রতন, আহম্মেদ জেকি অনুপম, জুলহাস উদ্দিন মাসুদ, জাহিদুর রহমান রিপন, খসরুল আলম তপন, আব্দুল হক মাষ্টার, আরিফুর রহমান বাবু, আসাদুজ্জামান মারুফ, মোঃ সোহেল সিকদার, এ্যাড. কাজী বসির, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, এ্যাড. সরোয়ার হোসেন, এ্যাড. শেখ হুমায়ুন কবির মাসুদ, এ্যাড. মোঃ তসলিম, এ্যাড. সুফিয়া আক্তার ও এ্যাড. সাঈদ খোকন, শামীমা আকবর, একেএম মিজানুর রহমান (ইঞ্জিনিয়ার), নওশদ আহম্মেদ নান্টু, মোঃ দুলাল গাজী, মাসুদ হাওলাদার, আব্দুর রহমান হাওলাদার, হাসিনা কামাল, নুরুল ইসলাম পনির।
প্রসঙ্গত : বরিশাল সিটি করপোরেশনের প্রথম মেয়র ও সদর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার দীর্ঘদিন বরিশাল মহানগরের সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৩ নভেম্বর মজিবর রহমান সরোয়ারকে মহানগরের পদ থেকে সরিয়ে দেওয়ায় পর গঠিত কমিটিতে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, আলী হায়দার বাবুলকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মীর জাহিদুল কবিরকে সদস্যসচিব করা হয়। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলতাফ মাহমুদ শিকদার, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, কে এম শহিদুল্লাহ, হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন ও মাকসুদুর রহমান মাকসুদ, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সদস্য যথাক্রমে আ ন ম সাইফুল আহসান আজিম, নুরুল আলম ফরিদ, অ্যাডভোকেট নুরুল হক দুলাল, আব্দুল হালিম মৃধা, ওজায়ের ইবনে স্বপন, আবু মুছা কাজল, সেলিম হাওলাদার, জুলহাস উদ্দিন মাসুদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হুমায়ন কবীর মাসুদ, অ্যাডভোকেট আজাদ হোসাইন, অ্যাডভোকেট হুমায়ন কবির বাপ্পি, সাইফুল ইসলাম বিপু, আমিনুর রহমান মামুন, মো. আল-আমিন, মঞ্জুরুল হক জিসান, বদিউজ্জামান টলন, খসরুল আলম তপন, জহিরুল ইসলাম লিটু, মো. আল মাসুম, আরিফুর রহমান বাবু, জাহিদুর রহমান রিপন, আহমেদ জাকি অনুপম, অ্যাডভোকেট ইমন চাকলাদার, রাশিদা বেগম, জাহানারা বেগম, সেলিনা বেগম, আফরোজা খানম নাসরিন, মো. জসিম উদ্দিন, অ্যাডভোকেট সরোয়ার হোসেন ও ইয়াসির আরাফাত মিন্টু।
সেখানে আগের কমিটির ১৭১ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ নেতারা কেউ স্থান পাননি। আহ্বায়ক কমিটি অনুমোদনের আগে তা নিয়ে আপত্তি তোলেন বিলুপ্ত কমিটির বেশ কয়েকজন নেতা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু তাদের আবেদন আমলে নেওয়া হয়নি। মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব ও বিতর্কের মধ্যেই ২০২২ সালের ১১ মার্চ সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়। ৩০টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সবাই মজিবর রহমান সরোয়ারের অনুসারী ছিলেন। এরফলে মহানগরের রাজনীতি মজিবর রহমান সরোয়ার ও তার অনুসারী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন। এমন অবস্থার মধ্যে চলতি বছরের ১৩ জুন রাতে বরিশাল মহানগর কমিটি বিলুপ্ত করা হয়। চলতি বছরের ৭ জুলাই বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আমিনুল হককে। চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply