বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডট কম : দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয় অর্জন করে শিরোপা হাতে নিয়ে বাংলাদেশের মেয়েরা দেশে আসার পর তাঁদের বেতনের বিষয়টি মানুষের সামনে আসে। বেতন বৈষম্যের বিষয়ে নানা সমালোচনা কথা উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে সুসংবাদ পেতে যাচ্ছেন নারী ফুটবলাররা। সাবিনাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন। বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা।
আনন্দ-উৎসবের মাঝে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলতে পারননি তারা। তবে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন সালাউদ্দীন। বৈঠকে সাবিনাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সাবিনা।
সাবিনা বলেন, ‘আজ (২২ সেপ্টেম্বর) আমরা সভাপতির সঙ্গ কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার কথা দিয়েছেন। ’
সভাপতির কাছে বেতন বাড়ানোর কথা বলেছেন বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। ’
বেতন বাড়ানোর পর তার অংক কেমন হতে পারে? এই প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘অংকটা কেমন হবে তা এখন বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেয়া হবে তা বলা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply