বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
গৌতম কুমার, স্বরূপকাঠি : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) প্রতারণার অভিযোগে জাহিদ বকাউল (২৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার (পুলিশ আইডি বিপি ৯৯১৮২১৫৭৯৮) । স্বরূপকাঠি বাজারের আনহা সুপারশপ বিকাশ ও ফ্লাক্সিলোডে ব্যবসায়ী মো. হুসাইনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা শরীফের মাহফিলে ডিউটি করার জন্য এসে স্বরূপকাঠি বাজারের আনহা সুপারশপ, বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দু’টি বিকাশ নাম্বারে ২১ হাজার ৮০০টাকা নেয়। তখন দোকানী টাকা চাইলে বলে ডিউটি শেষ করে টাকা দিতেছি। একপর্যায়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে জাহিদ বিষয়টি থানায় জানায়। পুলিশ তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, সে একইভাবে শতাব্দি টেলিকম থেকে ২০ হাজার, বাসষ্ট্যান্ডের রিমন আহম্মেদের দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply