শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ১৬ কেজি গাঁজা সহ খাইরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি টিম। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাইরুল ওই গ্রামের মৃত: আব্দুল হাকিমের ছেলে।
মাদক দ্রব্য গোয়েন্দা কার্যালয়ের উপপরিদর্শক (এস,আই) মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বছরাকাঠি খাইরুলের বসতঘরে অভিযান চালিয়ে চৌকির নিচ থেকে একটি প্লাষ্টিকের বস্তায় মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন ইউনিভার্সেল নিউজকে বলেন, এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, গাঁজা কোথা থেকে আসল? এর নেপথ্যে কারা কারা জড়িত এসবের তদন্ত চলমান থাকবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply