বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলা এবং তার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিহত শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফসহ ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং: ৩৯, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং।
মামলায় বলা হয়, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালের বেলস পার্কে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচিতে যোগ দিতে আগের দিন শাহজাহান খান পটুয়াখালী শহরের বাসা থেকে নেতাকর্মী নিয়ে রওনা দেন। পথিমধ্যে পটুয়াখালী সদর উপজেলার বদরপুরের শিয়ালী কালভার্ট এলাকায় আওয়ামী লীগ নেতা কাজী আলমগীরসহ অন্যান্য নেতাকর্মী শাহজাহান খানের ওপর হামলা চালায়। তারা শাহজাহান খানসহ তার সঙ্গে থাকা লোকজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর শাজাহান খান গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। ২৮ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।
মামলার বাদী শিপুল খান বলেন, ‘আমার বাবাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিকল্পিতভাবে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। আমরা বাবা একজন সিনিয়র রাজনৈতিক নেতা ছিলেন। এই শহরে সিনিয়র সিটিজেনদের কোন সময় গায়ে হাত দেয়া তো দূরের কথা কাউকে অসন্মান করার ঘটনাও ঘটেনি। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর আমার বাবার উপর হামলা করিয়ে নির্যাতন চালিয়ে এক অপরাজনীতি শুরু করে। তিনি বলেন, আমার বাবা রাজনীতির পাশপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, এই শহরে অনেক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি জনগণের সেবায় অমৃত্যু কাজ করে গেছেন।
পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ জসীম জানান, শাহজাহান খানের মৃত্যুর ঘটনায় তার ছেলে শিপুল খান হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply