বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পটুয়াখালীতে ১১টি অত্যাধুনিক ফায়ার স্টেশন হচ্ছে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে পটুয়াখালী জেলা এখন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুয়াকাটাসহ কয়েকটি পর্যটন কেন্দ্র, দেশের তৃতীয় সমুদ্র বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন ও কোস্ট গার্ড ঘাটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা জেলায় দুর্যোগের ঝুঁকিও বাড়ছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেছেন, জেলার বিভিন্ন উপজেলায় বর্তমান ফায়ার স্টেশনসহ আরও নতুন মিলিয়ে মোট ১১টি অত্যাধুনিক ফায়ার স্টেশন স্থাপনে কাজ করছে সরকার।
তিনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা অগ্নিকাণ্ডে হতাহত, জানমাল রক্ষা ও ক্ষয়ক্ষতি রোধে এবং পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযানে ফায়ার ফাইটারর্সরা দ্রুত এগিয়ে আসেন।
উপকূলীয় ও গুরুত্বপূর্ণ জেলা হিসেবে এখানে নতুন নতুন ফায়ার স্টেশন স্থাপন, পুরাতন স্টেশনগুলোকে আধুনিকায়ন করাসহ উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে আরও কাজ করা হবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইদুল ইসলাম, আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ আবু সোলাইমান, সাবেক সহকারী পরিচালক নিজাম উদ্দিন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, পৌরসভার মেয়র প্রতিনিধি দেলোয়ার হোসেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply