বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার (৩০ আগস্ট) তাদের মধ্যে এই ফোনালাপ হয়। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন ও শুভকামনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
ফেসবুকে পেজের পোস্টে বলা হয়, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান এবং বন্যার্তদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন শাহবাজ শরিফ। তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
ড. ইউনূস ফোন দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply