বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্বসুলভ রাজনীতি’ করছে। তিনি বলেন, ‘আসলে ভারতবর্ষ তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, কোন প্রেক্ষিতে কীভাবে করছে, সেটা তারাই ভালো বোঝেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পারছি— শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে আসেন বিএনপি মহাসচিব।
পরে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আত্মার মাহফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ মহিলা দলের নেতাকর্মীরা ছিলেন।
ফখরুল বলেন, ‘এর প্রধান কারণ যেটা আমার কাছে মনে হয়, ভারত সবসময়ই প্রভুত্বসুলভ একটা রাজনীতি এই দেশগুলোর সঙ্গে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করছে, যেটা ভারতের জন্য শুভ ফল বয়ে আনবে না। পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ হবে না। সুতরাং, পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তি, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।’
ভারতের সংবাদ মাধ্যম টাইমসব অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে— বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তিরক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বার বার করে… দুবার দেখা করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। প্রতিবারই আমরা বলেছি, যে সংস্কারগুলো করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা। যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে। সেজন্য আমরা তাকে অনুরোধ করেছি।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply