বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দায়েরকৃত মামলায় শুক্রবার (২৫ নভেম্বর) কলেজছাত্রসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেফতারকৃতরা হলো- ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের রাম বেপারীর ছেলে হৃদয় বেপারী (২২) ও তার বোন শিখা সরকার (২৪)।
এরআগে এ ঘটনায় বৃহস্পতিবার কিশোরীর বাবা বাদী হয়ে হ্রদয় বেপারী, তার সহযোগী বোন শুভ্রা সরকার ও তার ভগ্নিপতি শুভ্রতর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জানা যায়, ভুক্তভোগী কিশোরী ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে দুই বছর ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন কলেজছাত্র হৃদয়। একপর্যায়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে বাধ্য করেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ মে হ্রদয় বেপারী তার ভগ্নিপতির বাড়িতে ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, বোন ও ভগ্নিপতির সহযোগিতায় হৃদয় তার মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। পরে ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন হৃদয়। গত ১৪ ও ২০ নভেম্বর ফেসবুকে ওই কিশোরীর নামে ফেক আইডি খুলে অর্ধনগ্ন ছবি ও ভিডিও পোস্ট করেন। বিষয়টি জানতে পেরে আত্মহত্যাচেষ্টা চালায় ওই কিশোরী।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী অপর আসামি শুভ্রত সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply