শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সাংবাদিক ওয়াহিদ হাসান বাবু’র স্ত্রী মারুফা বেগম (৩০) নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) রাতে কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার রাতে সাংবাদিক দম্পতি মোটরসাইকেলে করে কাউখালী থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সংবাদিক দম্পতি। পেছনে থাকা বাবুর স্ত্রী ছিটকে সেতুর উপর পরে যায়। এবং মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় মারত্মক আঘাত পান। ওয়াহিদ হাসান বাবু আহত হলেও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক ছিল।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা মারত্মক দেখে জরুরি বিভাগের ডাক্তার দ্রুত খুলনায় প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সে পিরোজপুর থেকে খুলনা নিয়ে যাওয়ার পথে বলেশ্বর ব্রিজ এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবুর স্ত্রী মারুফা বেগম। আর বাবুকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply