বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
গৌতম কুমার দে, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে পুনরায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারকে নির্বাচিত করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার পর কাউন্সিলের মাধ্যমে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া সদ্য সাবেক জেলা কমিটির ১নং সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমকে জাতীয় কমিটির সদস্য হিসেবে প্রস্তাব করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী এবং আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু না থাকলে দেশ স্বাধীন হতো না। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি জোট সরকারের সময়ে দেশে ব্যাপক লুটপাট হয়েছে। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান সেই দুর্নীতির প্রধান হিসেবে আজ তারা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পিরোজপুর -১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিজ সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পৌর মেয়র হাবিবুর রহমান মালেকসহ প্রমুখ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply