বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : পিরোজপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি’র সভাপতি আলহাজ্ব একেএমএ আউয়াল, সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাসকে মনোনীতে করা হয়েছে। দলের জেলা সম্মেলনের ৭ মাস পরে ৭৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সোমবার এই কমিটির অনুমোদন করেন।
দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পিরোজপুর জেলা আওয়ামী লীগের অনুমোদনকৃত নতুন কমিটিতে আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং এডভোকেট কানাই লাল বিশ্বাসকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। কমিটিতে ১১জনকে সহ-সভাপতি, দুই জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৮ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদে রাখা হয়েছে। নতুন ঘোষিত জেলা কমিটিতে পিরোজপুর-১ আসনের এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করীমকে ১ নম্বর সদস্য করে ১৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়া ১৩ জনকে উপদেষ্টা পরিসদ সদস্য এবং ১ জনকে জাতীয় পরিষদ সদস্য করা হয়েছে।
নতুন অনুমোদিত কমিটির সহ-সভাপতিবৃন্দ হলেন- আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক, এডভোকেট সৈয়দ শাহ আলম, এডভোকেট মো. মোস্তাফা কামাল, দিলীপ কুমার সন্ন্যাসী, এডভোকেট খান মো, আলাউদ্দিন, মো. খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার মো. মতিয়ার রহমান, মো. গোলাম মোস্তফা বাচ্চু, এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, আলহাজ্ব আক্তারুজ্জামান ফুলু এবং মিসেস তহমিনা আলম। দুই জন যুগ্ন সাধারণ সম্পাদক হলেন- মো. মজিবুর রহমান খালেক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। কমিটির সাংগঠনিক সম্পাদকবৃন্দ হলেন- জিয়াউল আহসান গাজী, শো. শেখ ফিরোজ এবং মো. মশিউর রহমান মহারাজ। ঘোষিত কমিটিতে পিরোজপুরের সাবেক মহিলা এমপি মরহুম শেখ এ্যানী রহমানের ছেলে শেখ খালিদ অরিন্দমকে কোষাধ্যক্ষ করা হয়েছে। পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমকে ঘোষিত কমিটির ২নং সদস্য করা সহ তাকে জাতীয় পরিষদ সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর পরে গত ২০২২ সালের ২৭ নভেম্বর পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং এডভোকেট হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে যান। পরবর্তীতে সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার গত বছরের ১৭ ডিসেম্বর মৃত্যুবরণ করলে কানাই লাল বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সম্মেলন অনুষ্ঠানের প্রায় ৭ মাস পরে জেলা আওয়ামী লীগের পুনাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply