বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টােয়েন্টিফোর ডট কম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ বিলে মঙ্গলবার স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে এখন রাশিয়ার সকল আইনি প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন রাশিয়ার অংশ হয়ে গেছে।
রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট পুতিনের কাছে এটি স্বাক্ষরের জন্য পাঠানো হয়।
তবে রাশিয়ার এ অধিগ্রহণকে ভুয়া ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।
অধিগ্রহণ বিলে পুতিনের স্বাক্ষরের বিষয়ে রাশিয়ার সরকারি ওয়েবসাইটে সংসদের নিম্নকক্ষ ডুমা বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্ক এবং লুহানেস্ক রিপাবলিক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনে যুক্ত করতে চারটি ফেডারেল সাংবিধানিক বিলে স্বাক্ষর করেছেন।
তাছাড়া অনুমোদনের অন্যন্য বিলেও প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে নিম্নকক্ষ স্টেট ডুমা।
এদিকে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে ২৩-২৭ আগস্ট কথিত গণভোটের আয়োজন করে রাশিয়া। পরবর্তীতে তাদের পক্ষ থেকে জানানো হয় ভোটে অংশ নেওয়া প্রায় ১০০ ভাগ মানুষই রাশিয়ায় যুক্ত হতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply