বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : দুর্ঘনায় নিহত তিন পুলিশ সদস্যের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে গ্রেপ্তার হলেন মো. আব্দুল্লাহ নামে এক মাদরাসা শিক্ষক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সিআইডি সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. আল-আমিন উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ও ধানগড়া মহিলা মাদ্রাসার শিক্ষক। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজাউল মাসুদ গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার ওই মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল্লাহ তার অপরাধ স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট চট্রগ্রামের সীতাকুন্ডে ট্রেনের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর মধ্যে একটি পত্রিকার ফেসবুক পেজে পোস্ট করা সংবাদটির মন্তব্যের ঘরে আলহামদুলিল্লাহ কমেন্ট করেন আব্দুল্লাহ। তার কমেন্টের ওপর আরও অনেকে আলহামদুলিল্লাহ লিখতে থাকে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply