বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীরের পুলিৎজারজয়ী চিত্রসাংবাদিক সানা ইরশাদ মাট্টু’র (২৮) বৈধ পাসপোর্ট-ভিসা থাকার পরে মার্কিন বিমানে ওঠার অনুমতি দেয়নি দিল্লি ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন দফতর। পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে আটকে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চিত্রসাংবাদিক মাট্টু ২০২২ সালে পুলিৎজার সম্মান পান। সানা সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে চিত্রসাংবাদিকের কাজ করেন।
এছাড়া ‘পুলিৎজার’ সম্মান পেয়েছে তাঁর সঙ্গে আরও তিন চিত্রসাংবাদিক। এরমধ্যে দানিশ সিদ্দিকি অন্যতম। আফগানিস্তান যখন তালেবানের সন্ত্রাসে কাঁপছে সেই সময় দানিস সেখানে ছিলেন। এক ভয়াবহ বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। তাঁকে মরণোত্তর পুলিৎজার সম্মানে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) টুইট বার্তায় সানা ইরশাদ মাট্টু লেখেন, “পুলিৎজার পুরস্কার নিতে নিউ ইয়র্কে যাচ্ছিলাম। কিন্তু দিল্লি বিমানবন্দরের অভিবাসন বিভাগে আমাকে আটকানো হয়। যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা এবং টিকিট থাকার পরও আমাকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে।”
পুলিৎজার পুরস্কার জয়ী সানা লেখেন, “এ নিয়ে চার মাসের মধ্যে দ্বিতীয়বার বিনা কারণে আমার বিদেশযাত্রা আটকানো হল।” বিবিসি-কে সানা বলেছেন, কেন তাকে যেতে দেওয়া হল না সেকথা তিনি কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করেছেন। কিন্তু এর কোনও কারণ তারা জানায়নি।
এদিকে, ভারত সরকার সানাকে বিদেশে যেতে না দেওয়ার কারণ ব্যাখ্যায় এখনও কোনও বিবৃতি দেয়নি। তবে জম্মু-কাশ্মীর পুলিশের বরাত দিয়ে পিটিআই বার্তা সংস্থা বলেছে, সানার নাম নো-ফ্লাই তালিকায় থাকার কারণে তাকে যেতে দেওয়া হয়নি। কিন্তু কেন তার নাম নো-ফ্লাই তালিকায় আছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
‘পুরস্কারের মঞ্চে থাকার মতো সুযোগ জীবনে একবারই আসে’ বলে আক্ষেপ করে সানা ট্যুইটে লিখেছেন, এই সুযোগ না পাওয়ায় তার মন ভেঙে গেছে। ভারতে কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময়কার দুর্দশা তুলে ধরে ২০২২ সালে পুলিৎজার পুরস্কার জয় করেছেন সানা। এ পুরস্কার নিতে সোমবারই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার।
এ বছর আরও বেশ কয়েকজন মানবাধিকারকর্মী এবং সাংবাদিক ভারত ছেড়ে যাওয়া কিংবা ভারতে ঢুকতে বাধার সম্মুখীন হয়েছে। গত মার্চে ওয়াশিংটন পোস্টে কাজ করা সাংবাদিক রানা আইয়ুব একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে বাধার মুখে পড়েন।
এরপর গত এপ্রিলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির সাবেক ভারতীয় প্রধান আকর প্যাটেলকেও যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ব্যাঙ্গালুরু বিমানবন্দরে দুইবার বাধা দেওয়া হয়। কাশ্মীরি চিত্রসাংবাদিক সানাকেও এর আগে গত জুলাই মাসে দিল্লি বিমানবন্দরেই আটকানো হয়েছিল।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply