বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ ডেস্ক : প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিব্বতের লাকপারি পর্বতচূড়া জয় করা পর্বতারোহী শায়লা বিথী হামলার শিকার হয়েছেন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে যিনি দীর্ঘ হিমালয়ের দুর্গম তাশিলাপচা গিরিপথ পার হন। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে ধানমন্ডিতে মাদার কেয়ার হাসপাতালের সামনে তাঁর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
মাদার কেয়ার হাসপাতাল এলাকাটি শেরেবাংলা নগর থানার অধীন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, হামলার শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন পর্বতারোহী শায়লা বিথী। এরপর এ ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
অভিযোগে শায়লা বিথী বলেন, তিনি মাদার কেয়ার হাসপাতালের সামনের পদচারী সেতু থেকে নিচে নামছিলেন। এ সময় এক ব্যক্তি পেছন থেকে হঠাৎ তাঁর চুল মুঠি করে ধরে তাঁকে টেনে নিচে ফেলে দেন। এরপর তাঁকে মারধর করেন। তখন তিনি চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি সেই এলাকা ছেড়ে পালিয়ে যান।
ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শায়লা বিথী ২০১৬ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে ৭ হাজার ৪৫ মিটার উচ্চতায় তিব্বতের লাকপারি পর্বতচূড়া জয় করেন তিনি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৯ সালের মে মাসে ৫ হাজার ৭৫৫ মিটার দীর্ঘ হিমালয়ের দুর্গম তাশিলাপচা গিরিপথ পার হন।
২০২১ সালের অক্টোবরে হিমালয়ের ৬ হাজার ১৮৯ মিটার উঁচু আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন। আর নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের থ্রি-পাস অতিক্রম করেন শায়লা বিথী। এ ছাড়া প্রথম বাংলাদেশি দলের অংশ হয়ে ২০১৭ সালের অক্টোবরে মানাসলু সার্কিট (৫ হাজার ১০৬ মিটার) সম্পন্ন করেন তিনি। এ ছাড়া ২০২২ সালের নভেম্বরে হিমালয়ের প্রায় ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ডোলমা খাং পর্বতচূড়ায় পা রাখেন শায়লা বিথী। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি দুর্গম এই পর্বতচূড়ায় আরোহণ করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply