বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে লেখা “প্রথম বাঙালী মহিলা চিকিৎসক ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর নিজবাড়ি বরিশালের গৌরনদীতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইয়ের লেখক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির, মোঃ ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ফরিদপুর সরকারি টিটিসি’র অধ্যক্ষ খুরশীদ সোলায়মান পলি।
কবি জিনাত জাহান খানের সঞ্চলনায় গ্রন্থ আলোচক ছিলেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাকিয়া রহমান মৌলি, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথমবার দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীকে নিয়ে বই লিখেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান। এরআগে ভারতে তাকে নিয়ে দুইটি বই লেখা হয়েছে।
উল্লেখ্য, ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলী। ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম ১৮৬১ সালের ১৮ জুলাই বিহারের ভাগলপুরে। তাঁর মূল বাড়ি ছিলো বর্তমান বাংলাদেশের বরিশালের গৌরনদীর চাঁদশীতে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply