বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : নানা কর্মসূচীতে বরিশাল সহ সারাদেশে প্রথাবিরোধী লেখক দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মবার্ষিকী পালিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মুক্তচিন্তা, যুক্তিবাদী ও মানবতাবাদী এই মহান দার্শনিকের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) ও রোববার (১৮ ডিসেম্বর) বিভিন্ন প্লাটফর্মে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সামাজিক যোগােযাগ মাধ্যমের প্লাটফর্মেও মহান দার্শনিক আরজ আলী মাতুব্বরের কর্মময় জীবনের ওপর ব্যাপক লেখালেখি পরিলক্ষিত হয়েছে।
এদিকে, শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের অনামীলেনস্থ গণনাট্য সংস্থার কার্যলয়ে এ কর্মসূচি পালিত হয়।
অধ্যাপক বীরেন্দ্র নাথ রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল গণ নাট্য সংস্থার সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন।
সভায় আরজ আলী মাতুব্বরের স্মৃর্তিচারন করে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট এ.কে আজাদ, সিপিবি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক মকবুল আকন, কবি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, আরজ আলী মাতুব্বরের নাতি শামীম আলী মাতুব্বর ও ফারুক মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন, যদি সবাই আরজ আলী মাতুব্বরকে দর্শনকে ধারন করি তাহলে আমরা অনেকেই অন্ধকার থেকে বের হয়ে আলোকিত একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবো। এর আগে আলোচক ও আয়োজক কমিটির নেতারা দার্শনিক আরজ আলী মাতুব্বরের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply