বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, গৌরনদী : রাতের আধাঁরে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় ইসলামী ছাত্র শিবিরের বরিশালের গৌরনদী উপজেলা শাখার সেক্রেটারী মাইনুল ইসলাম পলাশ ফকিরকে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ প্রবাসীর স্ত্রী সহ শিবির সেক্রেটারীকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে। আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। সে বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়রা জানান, বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও উপজেলা শিবির সেক্রেটারী মাইনুল ইসলামের সঙ্গে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাধে প্রায়ই সে (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়ত করতো। বৃহস্পতিবার ভোর রাতে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত হয় মাইনুল। এসময় প্রবাসী স্ত্রী সহ মাইনুলকে হাতেনাতে আটক করা হয়।
গৌরনদী মডেল থানার এসআই জুয়েল জানান, ভোররাতে ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নারীসহ মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে আটককৃতদের অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে জানতে জামায়াত ইসলামী গৌরনদী উপজেলা শাখার আমিরকে ফোন দেওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply