বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরগুনা থেকে পটুয়াখালী পায়রা সেতু পর্যন্ত বাইসাইকেল রাইডে বের হয়েছেন বরগুনা সাইক্লিং কমিউনিটির পাঁচজন সাইক্লিস্ট। পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার (২৬ নভেম্বর) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠ থেকে পটুয়াখালী পায়রা সেতুর উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনে বরগুনা থেকে ২ সাইক্লিস্ট পদ্মাসেতু রাইড করে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের আতঙ্ক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল রাইড আয়োজন করেছি।
রাইডে অংশগ্রহণকারীরা হলেন- খালিদ হোসেন ইলহাম, মো. রায়হান, আলিফ ইসলাম, জুনায়েদ আলম, আলিফ আল জুবেল।
রাইডে অংশগ্রহণকারী রায়হান বলেন, আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। তাই আমি সুস্থ হয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী এ রাইডে অংশ নিয়েছি।
বরগুনা সাইক্লিং কমিউনিটির এডমিন ও সিনিয়র সহ সভাপতি এহসান আহমাদ নোমান সাংবাদিকদের জানান, সাইক্লিং করি, সুস্থ থাকি এই প্রতিপাদ্যে বিভিন্ন সময় বরগুনা সাইক্লিং কমিউনিটি রাইড আয়োজন করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply