বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরায় এক পরিবারের পৈত্রিক বসতভিটা দখলের পাঁয়তারায় লিপ্ত স্থানীয় ভূমিদস্যু চক্র। ভুক্তভোগী পরিবারকে নানা কায়দায় চক্রের সদস্যরা প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। এরফলে জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করে আসছে পরিবারটি।
খোঁজ নিয়ে জানা গেছে, কাগাশুরা এলাকার নানা অন্যায় অপকর্মের হোতা আবুল হোসেনের বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। একসময়ে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সক্রিয় সদস্য থেকে ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করেছিল আবুল। ২০০২ সালে উজিরপুরে মেজর এম এ জলিল সেতুর মালামাল চুরির অপরাধে ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত হন আবুল হোসেন। স্থানীয় সূত্রগুলো বলছে, মৃত: আব্দুল কাদের এর পুত্র আবুল হোসেন দীর্ঘসময়ব্যাপী এলাকায় অপরাধের ফিরিস্তি রচনা করে চললেও অদৃশ্য ক্ষমতার দাপটে বার বার পাড় পেয়ে যাচ্ছে। এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ আবুল ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ। এলাকার শান্তিপ্রিয় মানুষ তার ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে উল্টো প্রতিবাদকারীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া সহ বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। অসংখ্য অপকর্মের হোতা আবুল হোসেন বিএনপিপন্থী রাজনীতির সঙ্গে জড়িত। সরকার বিরোধী বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন তিনি। তার ছোট ছেলে আসিফ পুলিশে চাকুরী করে। ছেলে পুলিশে চাকুরী করার দাপট দেখিয়ে এলাকায় সাধারন মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে।
এদিকে, কাগাশুরার বাসিন্দা মো: শহিদুল ইসলাম এর পৈত্রিক বসতভিটা দখলের পাঁয়তারা চালিয়ে আসছে আবুল হোসেন ও তার সহযোগীরা। শহিদুল ইসলামের পরিবারকে বসতভিটা থেকে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিচ্ছে। নইলে শহিদুলের পুরো পরিবারকে আগুন দিয়ে পুরিয়ে হত্যা করার হুমকি দিয়ে আসছে আবুল হোসেন। চলতি বছরের ২ নভেম্বর সকালে আবুল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলামের বসত বাড়িতে হামলা চালিয়ে ৫০ হাজার টাকার অধিক গাছপালা কেটে নিয়ে যায়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময়ে পুলিশের সামনেই শহিদুলকে হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে আঘাত করে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আবুল হোসেন ও তার সহযোগীরা আমার পৈত্রিক বসতভিটা দখলের পাঁয়তারায় একের পর এক ক্ষতিসাধন করে আসছে। আমাকে সহ আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। বর্তমানে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে জীবনের চরম নিরাপত্তহীনতার মাঝে বসবাস করছি। যেকোন সময়ে আমার এবং আমার পরিবারদের সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে। সম্প্রতি আবুল হোসেন আমার বিরুদ্ধে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে।
একসময়ের সর্বহারার সদস্য আবুল হোসেন ও তার সহেযাগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply