বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম: বরিশাল জেলার বাকেরগঞ্জের খাইরুল ইসলাম বিশ্বাস লঞ্চের কেবিনের নকল চাবি বানিয়ে যাত্রীদের মূল্যবান সামগ্রী চুরি করতেন। এ কাজে সহযোগিতার জন্য ছয়-সাত সদস্যের একটি চক্রও গড়ে তুলেছেন তিনি। খাইরুল প্রায় ১০ বছর ধরে এ কাজ করছিলেন। বরিশালগামী একটি লঞ্চে চুরির মামলা তদন্তে করতে গিয়ে সোমবার এক সহযোগীসহ খাইরুলকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। তখন বের হয়ে আসে এসব তথ্য। তাঁদের দুজনের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় নৌ পুলিশের সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ঢাকা নৌ পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, খাইরুল ইসলাম বিশ্বাসের (৩০) বিরুদ্ধে ঢাকা, বরিশালসহ বিভিন্ন থানায় ১০টি মামলা আছে। সব কটি মামলাই হয়েছে চুরির অভিযোগে। চক্রটির প্রধান লক্ষ্যবস্তু লঞ্চের কেবিনের যাত্রী। যাত্রীরা কেবিন থেকে বের হলেই ‘মাস্টার কি’ দিয়ে তালা খুলে মালামাল নিয়ে তাঁরা সটকে পড়েন। তালা খোলার মূল দায়িত্ব পালন করেন খাইরুল।
গৌতম কুমার বিশ্বাস বলেন, ১৪ সেপ্টেম্বর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালগামী সুরভী-০৭ লঞ্চে কেবিন ভাড়া নেয় একটি পরিবার। খাইরুলের নেতৃত্বে চোর চক্র পরিবারটিকে লক্ষ্যবস্তু বানায়। রাতে পরিবারটি ক্যানটিনে খেতে গেলে চক্রটি কেবিনের তালা খুলে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি চুরির মামলা করা হয়।
ঢাকা নৌ পুলিশের প্রধান বলেন, মামলা তদন্ত করতে গিয়ে লঞ্চের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের ছবি সংগ্রহ করা হয়। এরপর গুপ্তচর ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের প্রধান খাইরুল এবং তাঁর সহযোগী স্বপন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply