বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের গুঠিয়া ইউনিয়নের ভাইটশালী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নিমাণ কাজ চালিয়ে আসছে প্রতিপক্ষরা। এরা আইন-আদালতকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাড়ায় সন্ত্রাসী নিয়ে রাতের আধারে ভবন নির্মাণ কাজ চালিয়ে আসায় ভুক্তভোগীরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। আদালতের আদেশ উপেক্ষা করে কাজ চালাচ্ছে প্রতিপক্ষ সন্ত্রাস প্রকৃতির ভাইটশালী গ্রামের মৃত: আফেজ উদ্দিন সরদারের পুত্র আইয়ুব আলী ও সেলিম গং। প্রতিপক্ষরা ভাড়ায় স্থানীয় সন্ত্রাসী এনে রাতের আধারে কাজ করার পাশাপাশি ভুক্তভোগী পরিবার এসকেন্দার আলী গংদের প্রাণনাশের হুমকি ধামকিও দিচ্ছে। এসকেন্দার আলী গংদের পরিবারকে অব্যাহত হুমকি দিয়ে আসছে স্থানীয় সন্ত্রাস প্রকৃতির জাকির, নয়ন শয়নসহ সংঘবদ্ধ চক্র।
খোঁজ নিয়ে জানা গেছে, এসকেন্দার আলী সরদারের দায়েরকৃত এমপি মামলা নং ১৩০/২০২৩(উজিরপুর) এর পরিপ্রেক্ষিতে আদালত উজিরপুর তফসিল সম্পত্তি : জেএল নং ১১০, ভাইটশালী মৌজার বিএস খতিয়ান নং ৫৪১, বিএস দাগ নং ৯৭৭, জমির পরিমান ০৬ শতাংশ।
উক্ত তফসিল বর্ণিত সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে উজিরপুর থানা পুলিশ অবহিত হয়ে সরেজমিনে গিয়ে উভয়পক্ষকে আদালতের নির্দেষ মানা সহ শান্তিশৃঙ্খলা বজায় রাখার নোটিশ প্রদান করেন। নোটিশ প্রদানের পরও প্রতিপক্ষ সন্ত্রাসীরা আইন-কানুনকে তোয়াক্কা না করে কাজ চালাচ্ছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষদের কাজ বন্ধ রাখতে বলেন। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর ফের কাজ শুরু করে তারা। এভাবেই কাজ অব্যাহত রেখেছে চক্রটি।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যারাতে কাজ শুরু করে চক্রটি। গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে চক্রের সদস্যরা সেখান থেকে সটকে পড়ে। অপরদিকে পুলিশকে অবহিত করেন এসকেন্দার আলী সরদারের পরিবার। এরপর সন্ধ্যারাতে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি সংবাদিকদের বলেছেন, প্রতিপক্ষরা আদালতের আদেশ আমান্য করে ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে। এরআগে কাজ বন্ধ রাখার কথা বলা হলেও পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর আবার কাজ শুরু করে। এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে এসকেন্দার আলীর মেয়ে শানজিদা ইউনিভার্সেল নিউজকে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধারে সন্ত্রাসীদের নিয়ে প্রতিপক্ষরা কাজ চালিয়ে আসছে। আমরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছি। যেকোন সময় সন্ত্রাসীরা আমাদের আরো বড় ধরণের ক্ষতি করতে পারে।
এসকেন্দার আলীর ছেলে রবিউল ইউনিভার্সেল নিউজকে বলেন, আইন-আদালত কোন কিছুই মানছেনা প্রতিপক্ষরা। এরা আদালতের আদেশ উপেক্ষা করে কাজ চালিয়ে আসছে। এবং সন্ত্রাসী দিয়ে আমাদের পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিচ্ছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply