বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর এলাকায় সম্পত্তি জবর দখলের লক্ষে অসহায় এক পরিবারের ওপর বর্বরোচিত কায়দায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। অসহায় পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানীসহ বেধম মারধর করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় দিনমজুর জাহাঙ্গীর (৫৪), তার স্ত্রী নীলুফা বেগম (৪৮), সাইফুল ইসলাম রনি গুরুতর আহত হয়েছে। আহতরা বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
হামলাকারীরা হলো স্থানীয় খলিল এর পুত্র সন্ত্রাস প্রকৃতির ফাহাদ ও ফাহিম। ফাহাদ এলাকায় ছাত্রলীগের নামধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এই ফাহাদের বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে অন্তহীন অভিযোগ। তার ক্ষমতার দাপট এতোটাই যে ভয়ে স্থানীয় শান্তিপ্রিয় নারী-পুরুষ মুখ খুলতে ভয় পায়। যেকোন সময় প্রতিবাদকারী বা প্রতিবাদকারীদের প্রাণ কেড়ে নেওয়ার শংকায় মুখ খুলতে নারাজ তারা। এলাকায় ফাহাদ বাহিনী নামে এক সংঘবদ্ধ অন্ত্রধারী সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে সে। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিবর্গের নাম ভাঙ্গিয়ে যতসব অপকর্ম চালিয়ে আসেছে ফাহাদ। তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুললে তার আর নিস্তার নেই। নানা কায়দায় প্রতিবাদকারী কিংবা ভুক্তভোগীদের ফাঁসিয়ে দেওয়ার অজানা আশংকায় শান্তিপ্রিয় নারী পুরুষ ফাহাদ বাহিনীর ভয়ে মুখ খুলতে পারছে না। এজন্য এলাকার সাধারন মানুষ এই ফাহাদ বাহিনীর দৌরাত্ন্য বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের আশু দৃষ্টি কামনা করেছেন। বিশেষ করে বরিশাল র্যাব-৮ এর আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর এলাকার মিয়া বাড়ির খাদ্যবিভাগের অবসরপ্রাপ্ত দারোয়ান খলিল এর পুত্র ফাহাদ। তার দুই ছেলে ফাহাদ এবং ফাহিম। এই দুই ভাই মিলে স্থানীয়ভাবে নানা অপকর্ম করতে সংঘবদ্ধ এক সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এরপর একের পর এক অপকর্মের ফিরিস্থি রচনা করে এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষদের অতিষ্ট করে তোলে। এলাকায় মাদক বাণিজ্য থেকে শুরু করে দখল সন্ত্রাস সহ এমন কোন অপকর্ম নেই যে তারা না করে। এদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ। এমনকি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে থোড়াই কেয়ার্ করছে না তারা।
সূত্রমতে, জেএল ১১২ নং পূর্ব নারায়নপুর মৌজায় এসএ ৫১০ নং দাগের সম্পত্তি জবর দখল করে নিতে উঠে পড়ে লেগেছে স্থানীয় খলিল এর সন্ত্রাসী পুত্র ফাহাদ ও তার সাঙ্গপাঙ্গরা।
গুঠিয়া ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব এর নির্দেশনায় সম্পত্তির বিষয়ে এক শালিস বৈঠকও করা হয়। ২২ জুলাই (শনিবার) সকাল ১০টার দিকে অসহায় জাহাঙ্গীর এর পরিবারের ওপর বর্বর কায়দায় হামলা চালায় সন্ত্রাসী ফাহাদ বাহিনী।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনী শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি তারা বলছেন, সন্ত্রাস প্রকৃতির হামলাকারী ফাহাদ ও তার ভাই ফাহিম আমাদের ওপর হামলা করে উল্টো তারা মেডিকেলে ভর্তি হয়েছে।
এসব প্রসঙ্গে ফাহাদ বলেন, আমার মা কে ওরা মারধর করেছে। আমি এর প্রতিবাদে ঝাপিয়ে পড়েছি। ওরা আমাদের ওপর হামলা করেছে। আমি কোন অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত নই।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply