বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
মো: শহিদ, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানী গ্রামে মৃত আলী হোসেন আকনের পুত্র মোঃ জাকির হোসেন আকন এর বসত ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে ৫ জন কে আহত করেছে রফিক হাওলাদার সহ সন্ত্রাসীরা। গত ১৫ জানুয়ারী দিনগত রাত ১০ টার দিকে পূর্বের শত্রুতার জের ধরে রফিক ও অন্যান্য সন্ত্রাসীরা জাকির হোসেন আকনের বাড়ী ঢুকে হত্যার উদ্দেশ্যে তার বসত ঘরে হামলা করে। এসময় মোঃ জাকির সহ তার দুই ভাই ও তার এক মেয়ে, এক বোনসহ বাড়ীর আর এক মেয়ে এগিয়ে আসলে তাদের উপর দেশীও অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথারী হামলা করে। এতে জাকির হোসেন আকন ও তার ছোট ভাই মোঃ রিপন আকন সহ তার ছোট ভাইর স্ত্রী, তার মেয়ে এবং বাড়ীর এক মেয়ে গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে কাওনিয়া থানার অফিসার ইনচার্জ এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সহ ৪/৫জন পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ এসে জাকির হোসেন আকনসহ তার ভাই মেয়ে বোন স্ত্রীকে উদ্ধার করে। জাকির সহ তার ছোট ভাই মেয়ে বোন স্ত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে গুরুতর আহত জাকির হোসেন আকন বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
আসামীরা আবারও হামলা, মিথ্যা মামলার হুমকি দিয়া আসছে। মাছ বিক্রয় করা অসহায় জাকির হোসেন আকন ও তার পরিবারবর্গ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আসামীরা হলো একই গ্রামের কালু হাওলাদারের মেয়ে জামাই রফিক হাওলাদার (৫৫), কালু হাওলাদারের পুত্র ও মেয়ে সিরাজ হাওলাদার (৬৫) ফজিলা বেগম (৪০) নাসিমা বেগম (৫২) রফিক হাং এর পুত্র রহমান হাং (২৫) আরমান হাং (২০) আল আমিন হাং (১৬)। এছাড়াও অজ্ঞাত আরোও ৪/৫ জন।
এ ব্যাপারে এস আই মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। জাকিরের অভিযোগও পেয়েছি।
এব্যাপারে জাকির হোসেন বলেন, ৩৭ বছর আগে আধা শতাংশ সম্পত্তির দলিল দেওয়ার কথা বলে ১৫ শত টাকা নেয় স্ট্যাম্পে চুক্তি করে রফিকের বাবায়। তৎকালীন থেকেই সম্পত্তি আমাদের দখলে। আজ পর্যন্ত জমির দলিল দেয় নাই। এব্যাপারে ১০/১২ বার এলাকার মেম্বার সহ গন্য মান্য ব্যক্তি বর্গ দরবার করেছে। শেষের দরবারে এলাকার মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে সন্ত্রাসী রফিকসহ আসামীরা আমার আসল স্ট্যাম্পের চুক্তিপত্র ছিড়ে ফেলে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply