বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাজিব ঘোষ গংদের সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছেন প্রতিপক্ষরা। এরকম অভিযোগ করেছেন রাজিব ঘোষ গং। তারা বলছেন, এ ঘটনাকে কেন্দ্র করে পান্না নামের এক দিনমজুরকে মারধর করেছেন প্রতিপক্ষরা। প্রতাব ঘোষ অভিযোগ করে বলেন, বাপ-দাদা থেকে এই সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি। স্থানীয় শামসুল হাওলাদার গংরা আমাদের জমি জোরপূর্বভাবে ভোগ দখলের চেষ্টা করে আসছে। এবং আমাদের পরিবারের সদস্যদের নানা কায়দায় হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা এখন জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছে। যেকোন সময় তারা আমাদের বড় ধরণের ক্ষতি করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেন রাজিব ঘোষ গং।
পরিবারের অভিযোগ-সোমবার দুপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দিনমজুর পান্নাকে মারধর করেছে। দিনমজুর পান্না মৃত মোজাফফর খন্দকারের ছেলে। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রের ভাষ্য, পান্না দিনমজুর শ্রমিক হিসেবে লক্ষণ ঘোষ গংদের দীর্ঘ বছর যাবত ভোগ দখলকৃত জমিতে আমড়া গাছ থেকে আমড়া পারে। ওই জমি সরকারি জমি হলেও তার পাশেই রাজিব ঘোষ গংদের জমি। তারা দীর্ঘ বছর যাবত ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। তবে ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সরকারি জমি জোরপূর্বক ভাবে ভোগ দখল করার চেষ্টা করে আসছিল একই এলাকার শামসুল হক গংরা। সোমবার রাজিব ঘোষদের রোপনকৃত গাছ থেকে আমড়া পারার সময় ঐ শ্রমিককে শামসুল হক, মিরাজ সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসব বিষয়ে শামসুল হক গংদের ভাষ্য, ওই সম্পত্তি আমাদের। আমাদের সম্পত্তির আমড়া চুরি করে বার বার নিয়ে যায় রাজীব ঘোষ গং। সর্বশেষ তাদের দিনমজুর পান্না আবারো আমড়া চুরি করতে আসে। ওই সময়ে স্থানীয় লোকজন নিয়ে তাকে হাতেনাতে ধরি। পরে রাজীব ঘোষ গং এলাকায় নিউমার ছড়ায় যে-আমরা নাকি দিনমজুর পান্নাকে মারধর করেছি। প্রকৃতপক্ষে পান্নাকে মারধরের কোন ঘটনা ঘটেনি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply