বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ,সেচ্ছাসেবকলীগ এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থীদের আয়োজনে নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে কেট কেটে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লষ্কর নুরুল হক ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাজাহান হাওলাদার, যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ান, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত : জাতির জনক বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীকে ৮৭,৭৫২টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীম ৩৪,৩৪৫টি ভোট পান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply