বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর ভাটিখানায় কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক প্লান বহিভূতভাবে গড়ে তোলা বহুতল ভবন ও টিনসেটের বর্ধিত অংশ অবশেষে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী স্বাক্ষরিত বিসিসি/ইডি/উচ্ছেদ/২০২৫/৫৪০ নম্বরের স্মারকে গত ১৩ আগস্ট এক নোটিশে এই নির্দেশ দেওয়ার সময়সীমা এক মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত অবৈধ বা নিয়মবহির্ভূতভাবে নির্মিত অংশ অপসারণ করা হয়নি।
এরআগে ৩০ জুন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে কারারক্ষী কর্তৃক সরকারি রাস্তা ও ড্রেন দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেন সার্জেন্ট অব: মুহা: সহিদুল ইসলাম। আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পােরশনের প্রশাসক এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত : বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শহিদুল ইসলাম আইন-কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ম্যানেজ প্রক্রিয়ায় ভাটিখানা সৈয়দ হাতেম আলীর পুরান বাড়ি এলাকায় জনসাধরণের চলাচলের সরকারি রাস্তা, ড্রেন এবং কবরস্থানের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেন। এ নিয়ে তৎকালীন ২০২৩, ২৪ এবং চলতি বছরে স্থানীয় নারী-পুরুষরা দফায় দফায় প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালনও করেছিলেন। সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরের একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কোন ধরণের প্রতিকার কিংবা সুরাহা মিলেনি। এলাকাবাসীর প্রতিবাদ ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের পেক্ষিতে কারারক্ষীর অবৈধ স্থাপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় নিরবে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার শান্তিপ্রিয় জনসাধারণ।
এদিকে, কারারক্ষী শহিদুল ইসলামের গ্রামের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে। দুই যুগেরও বেশি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ঘুরে ফিরে কর্মরত রয়েছেন। তিনি কিভাবে অগাধ বিত্ত বৈভবের মালিক বনে গেছেন এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কারারক্ষী শহিদুলের বিপুল পরিমাণ অর্থের উৎসের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply