বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর ভাটিখানা চন্দ্রপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা ইউসুফ মাদক বাণিজ্যে ফের বেপরোয়া হয়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ প্রশাসন কিছুটা ঝিমিয়ে পড়ার সুযোগ লুফে নিয়ে জমজমাট বাণিজ্য চালিয়ে আসছেন এই মাদক কারবারী। যিনি এলাকায় আরো আগ থেকেই মাদক সম্রাট হিসেবে পরিচিত।
বিভিন্ন সূত্রের ভাষ্য, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে মাদক বিকিকিনি করে আসছেন ইউসুফ। বরিশাল মেট্রোর কাউনিয়া থানা সহ দেশের বিভিন্ন বর্ডার এলাকার থানাগুলোতে তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে বেরিয়ে স্বরূপে মাদক ব্যবসা চালাচ্ছেন তিনি। দিনে দিনে মাদক কারবারীতে বেপরোয়া হয়ে উঠলেও আইন শৃঙ্খলা বাহিনী তার লাগাম টেনে ধরতে পারছে না।
সূত্র বলছে, মাদকের ডিলার ইউসুফ ভাটিখানা চন্দ্রপাড়া, পোর্ট রোডের শহীদ জিয়া মৎস অবতরণ কেন্দ্র সহ নগরীর বিভিন্ন স্পটে মাদক সরবরাহ করে আসছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নাম ভাঙ্গিয়ে বুক ফুলিয়ে বড় ভায়রা পরিচয় দিয়ে অবাধে রমরমা মাদক বাণিজ্য চালিয়ে আসছেন ইউসুফ। এবং মুখে বুলি আওড়াচ্ছেন যে, পুলিশ-সাংবাদিক ওসব করার টাইম নাই। ১৬ বছর পর দল ফুল ক্ষমতায়, এখন না কামাতে পারলে আর কবে কামাবো। ভাটিখানা চন্দ্রপাড়া দ্বিতীয় গলির মরহুম সোবহান বিশ্বাসের ছোট মেয়ে জামাই ইউসুফের এহেন গর্জনে হতবাক এলাকার শান্তিপ্রিয় মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর ৭ নং ওয়ার্ড মাদকের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত। এখানকার মাদক ব্যবসায়ীদের পুলিশ ভয় পায়- এলাকার সাধারন মানুষের মাঝে এমন গুঞ্জন রয়েছে। এমনকি কাউনিয়া থানা পুলিশের একাধিক সাব ইন্সপেক্টরকে হুমকি ধামকি দেওয়ারও কথা উঠেছে। সম্প্রতি কাউনিয়া থানা পুলিশ শাহাপাড়ায় মাদক বিরুদ্ধে অভিযানে গিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারিকে আটক করে। এরমধ্যে দু’জন মাদক কারবারি পুলিশে হামলা চালিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। পুলিশের উর্ধবতন কর্মকর্তার নির্দেশে ডিবি পুলিশ, কাউনিয়া থানা পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে চালিয়ে তাদের পুনরায় হ্যান্ডকাপ সহ আটক করতে সক্ষম হয়।
এলাকার সচেতন মহল বলছেন, এরকম পরিস্থিতিতে চিহৃিত এ সকল মাদক কারবারিদের লাগাম যদি এখনো টেনে না ধরা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল ছোবলে হাড়িয়ে যাবে অকালে। আর এরকম মাদক সেবন করতে করতে শিশু, কিশোর ও যুবকরা অবশেষে মাদকের টাকা যোগাড় করতে জড়িয়ে পড়ছে চুরি,ছিনতাই সহ ভয়ানক সব অপরাধের দিকে। এমন কি একসময় তারা নিজেরাই জড়িয়ে পড়ছে মাদক ব্যবসার সাথে।
এদিকে, এলাকার শান্তি প্রিয় নারী-পুরুষ পরিবেশ বিনষ্টকারী মাদক কারবারী ইউসুফকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply