বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, অনৈতিক কার্যকলাপ, অনিয়ম দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ এনে এই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে স্কুল ত্যাগ করতে বাধ্য হয়। এরপর বিক্ষোভকারী শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
শিক্ষার্থীরা জানায়, অনিয়ম-দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি কোর্টের একটি অর্ডার নিয়ে পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা বাধা দেয়। এরপরেও বুধবার তিনি বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে পুনরায় ছাত্রীকে যৌন হয়রানি করে। আমরা এর প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি।
একাধিক সূত্র বলছে- প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিভিন্ন অভিযোগে বরখাস্ত হয়েছিল। তিনি আদালতের একটি নির্দেশনা নিয়ে যোগদান করতে আসলে বিভাগীয় কমিশনার পুনরায় আপিলের মাধ্যমে তার যোগদানে নিষেধাজ্ঞা দেয়। এরপর তিনি শিক্ষা বোর্ডকে ম্যানেজ করে এবং বহিরাগত কিছু লোকজনকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। ওই সময় ছাত্রীরা বাধা দিলে ছাত্রীদের সঙ্গে বহিরাগত এবং প্রধান শিক্ষকের হাতাহাতি হয়। এতে কয়েকজন ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে ঝামেলা চলছে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছে আমার কাছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply