বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিশু নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) বেলা দেড়টা থেকে কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরআগে বেলা ১২ টার দিকে বিএম কলেজের সামনের সড়ক পারাপারের সময় জান্নাতুল মাওয়া নামে এক শিক্ষার্থীকে চাপা দেয় ব্যাটারি চালিত হলুদ অটোরিকশা। চাপা দিয়ে অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত মাওয়া পটুয়াখালী সদরের ফৌজদারি পোল এলাকার মো. নিজাম উদ্দিনের মেয়ে। নিহতের স্বজনরা বলছেন, মাওয়া অভিভাবকদের সাথে বেড়াতে বিএম কলেজ রোড এলাকায় নিকট আত্মীয়ের কাছে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় সে চিপস কিনে রাস্তা পার হচ্ছিলো।
শিক্ষার্থীরা বলছে, বেপরোয়া গতির অটোরিকশা চাপায় বিএম কলেজের সামনের সড়কে ১০ বছরের শিশু জান্নাতুল মাওয়া ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা শিশু হত্যার বিচারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই। এছাড়া আমাদের কিছু দাবি রয়েছে, যেগুলো হলো-২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী অটো ড্রাইভারকে আইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসের সামনে সকল ফুটপাত দখলমুক্ত করতে হবে। ক্লাস চলাকালীন কলেজের সামনের রাস্তা ব্যতিত বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। নথুল্লাবাদ থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করতে হবে এবং এ সড়কে নির্দিষ্ট দূরত্ব পরপর গতিরোধক ও ডিভাইডারের ব্যবস্থা করতে হবে। কলেজের সামনে কোনো চাঁদাবাজ কর্তৃক ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো বন্ধ করার নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। আমাদের এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শিশু নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেছে।
বিএম কলেজের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, সামনের সড়কে যদি চলাচলে কোন নিয়মতান্ত্রিকতা না থাকে, সড়ক নিরাপদ থাকার জন্য যে যৌক্তিক উপায়গুলো থাকে সেগুলো মানা না হলে খুব দুঃখজনক। তিনি বলেন, আমরা সরকারসহ স্থানীয় প্রশাসনের কাছে বলবো আর কোনো শিশুর প্রাণ না যাক, আর কোনো মায়ের কোল খালি না হোক, বিএম কলেজের কোনো শিক্ষার্থীর মনে আঘাত না লাগুক সেই ব্যবস্থা যেন তারা করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply