বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা শাহরিয়ার রাজীব ও কাউন্সিলর জয়নাল আবেদীন মারধরের শিকার হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএনপি সমর্থকরা এদেরকে মারধর করেছেন বিক্ষুদ্ধ জনতা। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করে র্যাব। গত ৪ আগস্ট বরিশাল নগর বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, রাজধানীতে গ্রেপ্তার হওয়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমকে আজ বরিশালের আদালতে হাজির করা হবে, এমন খবরে সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালতে অবস্থান নেন। দুপুর থেকে জাহিদ ফারুক সমর্থক কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত হন। বিএনপির নেতাকর্মীরা দুপুরের দিকে আদালত চত্বরে যান। সেখানে ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শাহরিয়ার রাজীবকে মারধর করেন বিক্ষুদ্ধ জনতা। বিকেল চারটার দিকে আদালতে যান বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জাহিদ ফারুকের সমর্থক জয়নাল আবেদীন। এ সময় আদালত চত্বরে একদল যুবক তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তিনি দৌড়ে আদালতের ভেতরে আশ্রয় নেন।

কাউন্সিলর জয়নাল আবেদীন হাওলাদার বলেন, বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকেসহ বেশ কয়েকজন কাউন্সিলরকে আসামি করা হয়। ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। জামিনের কাগজ আদালতে জমা দেওয়ার জন্য বিকেলে জেলা জজ আদালতে গেলে বিএনপি সমর্থিত একদল যুবক তাকে মারধর করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply