বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক নগরীর ৭ নং ওয়ার্ডের ভাটিখানায় স্থানীয় রাব্বী নামের এক যুবককে মারধর করে উল্টো পুলিশ দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক নগরীর ৭ নং ওয়ার্ডের ভাটিখানা সৈয়দ হাতেম আলীর পুরান বাড়িতে শত শত মানুষের চলাচলের রাস্তা, ড্রেন, কবরস্থান দখল করে বহুতল ভবন নির্মাণ করে আসছে। চলাচলের রাস্তা দখলের প্রতিবাদে এলাকার সাধারন মানুষ এরআগে মানববন্ধনও করে। পাশাপাশি বিভিন্ন দপ্তরে এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয়রা কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগও দেন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে
নির্মাণাধীন ভবনের সামনে রাস্তা আটকিয়ে কারারক্ষী একটি ভ্যান রাখেন। ভ্যান রাখায় সেখানকার লোকজনের চলাচলে ভোগান্তি হয়। স্থানীয় সারেং বাড়ির ওসমান মিয়ার ছেলে রাব্বী ভ্যান রাখার বিষয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষুদ্ধ হন কারারক্ষী শহিদুল ও তার বড় ভাই আজাদ। রাব্বীকে সেখান থেকে মারধর করতে করতে নির্মাণাধীন ভবনের ভিতরে নিয়ে যায়। এরপর উল্টো পুলিশে খবর দিয়ে ওই যুবককে হেনস্থা করা হয়।
এদিকে, এই কারারক্ষী শহিদুল ইসলামের গ্রামের বাড়ি বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে। দুই যুগেরও বেশি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ঘুরে ফিরে কর্মরত রয়েছেন। তিনি কিভাবে অগাধ বিত্ত বৈভবের মালিক বনে গেছেন এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কারারক্ষী শহিদুলের বিপুল পরিমাণ অর্থের উৎসের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply