বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারারক্ষী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের ফাইল গায়েব নিয়ে তোলপাড় চলছে। এ বিষয়ে নানাজনে বলছে নানা কথা। অভিযোগ উঠে-মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কারারক্ষী শহিদুল জেলা প্রশাসক কার্যালয়ে অসাধু কর্মচারীদের ম্যানেজ করে ফাইলটি গায়েব করেছে। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ৭ আগস্ট ফাইলটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। ৮ আগস্ট ফাইলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় এন্ট্রিও হয়। এরপরই ফাইলটি গায়েব হয়ে যায়। অভিযোগকারী ফাইলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে ফাইলের কোন হদিস পাননি। তবে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যে জেলা প্রশাসক কার্যালয়ে ফাইল এসেছে, তা গোপনীয় শাখাসহ বিভিন্ন শাখায় এন্ট্রি রয়েছে। কিন্তু কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগের ফাইল গায়েব!

পরবর্তীতে জেলা প্রশাসকের বিভিন্ন শাখায় কর্মরতরা অভিযোগকারীকে বলেন, ফাইলটি কিভাবে গায়েব হলো এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। আপনি শান্ত হন, আমরা বিষয়টি দেখছি। পরবর্তীতে অভিযোগকারীকে আশস্ত করেন। এবং কর্মচারীরা অভিযোগকারীকে পূণরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্মারক সম্বলিত ফাইলের কপি দিতে অনুরোধ করেন। এরপর অভিযোগকারী তার কাছে থাকা বিভাগীয় কমিশনারের স্মারক সম্বলিত ফাইলের ফটো কপি জমা দেন। এবং নতুন করে এন্ট্রি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক নগরীর ৭ নং ওয়ার্ডে ভাটিখানায় শত শত মানুষের চলাচলের রাস্তা, ড্রেন , কবরস্থান দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের ফাইল বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে গায়েব হয়েছে। এরআগে কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক রাস্তা, ড্রেন ও কবরস্থানের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে নির্মাণাধীন ভবনের সামনে এলাকাবাসীর উদ্যােগে সোমবার (৩১ জুলাই) বিকেলে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কারারক্ষী শহিদুলের এতো অর্থের উৎসের বিষয়ে তদন্তের দাবি জানান এলাকাবাসী। এবং রাস্তা, ড্রেন ও কবরস্থানের জায়গা দখল করায় তার বিচার দাবি করেছেন স্থানীয়রা।

এরওআগে স্থানীয়রা কারারক্ষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বরিশাল বরিশাল সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, বরিশাল জেলা প্রশাসক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু কারারক্ষী শহিদুল নিয়ম কানুনকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত জনসাধারণের চলাচলের রাস্তা, ড্রেন ও কবরস্থানের জায়গা দখল করে ভবন নির্মাণ কাজ চলমান রাখে।
এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে কারারক্ষী শহিদুলের বিষয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গত ৭ আগস্ট কারারক্ষী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। কিন্তু বিভাগীয় কমিশনার থেকে পাঠানো কারারক্ষীর ফাইলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে গায়েব হয়ে যায়। সোমবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগকারীরা কারারক্ষীর ফাইলের বিষয়ে খোঁজখবর নিতে যান। কয়েক ঘন্টা জেলা প্রশাসকের বিভিন্ন শাখায় খোঁজ নিয়েও ফাইলটির কোন সন্ধান মিলেনি। অভিযোগকারী সার্জেন্ট (অব) শহিদুল ইসলাম এ প্রতিবেদককে প্রশ্ন রেখে বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো ফাইলটি কিভাবে গায়েব হয়ে গেলো? এটা কী ভাবে সম্ভব? তবে কী কারারক্ষী শহিদুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে অসাধু কর্মচারীদের যোগশাজসে ফাইলটি গায়েব করে দিল।
সর্বশেষ মঙ্গলবার (২২ আগস্ট) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন শাখায় কর্মরতদের অনুরোধে অভিযোগকারী তার কাছে থাকা বিভাগীয় কমিশনারের স্মারক সম্বলিত ফাইলের ফটো কপি জমা দেন। এবং নতুন করে এন্ট্রি করা হয়।

© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply