বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : কিশোর সন্ত্রাসী কর্তৃক বরিশাল নগরীর নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসা মার্কেটের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে মরিচের গুঁড়া নিক্ষেপ করেছে। গুরুতর আহত আবস্থায় ব্যবসায়ী কবির হোসেন (৪৫) কে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ বিষয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
স্থানীয় ও আহত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বিএম কলেজ রোডের খাদেম কমপ্লেক্সের মালিক সিদ্দিকুর রহমানের পুত্র সাজিদ কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে স্কুল পড়ুয়া ছাত্র সাজিদ। ছেলের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে এলাকায় কেউ বিচার চাইতে গেলে উল্টো ছেলের পক্ষে সাফাই গেয়ে হেনস্থা করেন ভুক্তভোগীদের। মাসখানেক আগে কিশোর সন্ত্রাসী সাজিদ হোসাইনিয়া মাদরাসা মার্কেটের কবির স্টোর্সে গিয়ে কোন টাকা না দিয়েই ক্রিকেট খেলার ব্যাট নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কবির স্টোর্সের মালিক কবির হোসেন প্রতিবাদ করলে সাজিদ দোকানের গ্লাসে লাথি মারে।
এরপর তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সাজিদের পিতা ছেলের পক্ষ হয়ে ব্যবসায়ী কবিরকে হুমকি-ধামকি দেন। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোর সন্ত্রাসী সাজিদ পূর্বপরিকল্পিতভাবে কবির স্টোর্সে গিয়ে মালিক কবির হোসেনকে লক্ষ্য করে মরিচের গুঁড়া নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে হামলার শিকার কবির হোসেন বলেন, এরআগেও কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজিদ আমার দোকানে হামলা চালিয়েছিল। ওই সময়ে উল্টো তার পিতা দোকানে এসে আমাকে শাসিয়ে যান। এরপর শুক্রবার সন্ধ্যায় আমার চোখ টার্গেট করে মরিচের গুড়া নিক্ষেপ করে। আমি ওই কিশোর সন্ত্রাসী ও তার পিতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে সাজিদের পিতা সিদ্দিকির রহমানের কাছে জানতে চাইলে তিনি ছেলের সাফাই গেয়ে বলেন, আমার ছেলে অনেক ভালো। মরিচের গুড়া নিক্ষেপ প্রসঙ্গে বলেন, এ বিষয়টি আমার জানা নেই।
নথুল্লাবাদ ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বলেন, আমাদের ব্যবসায়ী কবির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply