বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সদর উপজেলার চরকরঞ্জী এলাকায় খালেরপাড় ও ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। এক্সকাভেটর দিয়ে প্রকাশ্য কৃষি জমির মাটি কেটে নিচ্ছে। দেদারছে মাটি কাটায় ঘোপের হাট, চরকরঞ্জী, রাণীরহাট সংযোগ খালটি নদীতে পরিণত হয়েছে। এসব ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে চরকরঞ্জী, রাণীরহাট ও কর্ণকাঠী এলাকার মানুষ।
চরকরঞ্জী এলাকায় মাটি কাটার হোতা সােহেল নামের এক ব্যক্তি। তিনি সেলফোনে ইউনিভার্সেল নিউজকে বলেন, আমি আমার রেকর্ডিও সম্পত্তি থেকে মাটি কাটছি। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতিও নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply